Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, নারী জয়িতা ফরিদা ইয়াসমিন ও শারমিন আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই মো. রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবির আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান, পারোয়ারা আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুফতি আবু মুসা, সাবেক উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুলতান আহমেদ, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

আলোচনা শেষে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *