Spread the love

কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিন ত্রিশ গ্রাম থেকে সুমি আক্তার নামে ষোল বছরের এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা মামুন সরকার বাদী গত ১১ আগষ্ট রাতে মুরাদনগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে৷ লিখিত এজাহার সুত্রে জানা যায়,দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয় ভিক্টিম সুমি আক্তার। স্কুলে পড়াশোনা কালীন উপজেলার দক্ষিন ত্রিশ গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে রিমন বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। গত ০৮ ই ফেব্রুয়ারী বিষয়টি ভিক্টিমের পিতাকে জানালে রিমনের বাবাকে অবহিত করা হয়৷ পরে রিমন ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিম সুমি আক্তারের কাছ থেকে খালি স্টাম্পে সাক্ষর নিয়ে ছেড়ে দেয়। স্বাক্ষর নিয়া ছেড়ে দেয়ার বিষয়টি জানতে পেরে ভিক্টিমের পিতা মামুন সরকার বাদী হয়ে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-৬৫১/২৫ (মুরাদনগর), ধারা- ৩৪২/৪২০/৩৮৬/৪৬৮/৪৬৭/৪৭১/৫০৬(২)/৩৪ পেনাল কোড। মামলা দায়ের করা হয়। এরই জের ধরে গত ৮ই আগষ্ট সকালে জোর পূর্বক ভাবে ভিক্টিমকে মাইক্রোবাসে তুলে অপহরন করা হয় বলে উল্লেখ্য করা হয়৷ লিখিত এজাহার দায়ের করার পর গত ১৬ই আগষ্ট মুরাদনগর থানা পুলিশ ভিক্টিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারে উল্লেখকৃত ইমন ও ইসমাইল নামে দুইজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে৷ ভিক্টিম সুমি আক্তারের পিতা মামুন সরকার সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত রিমন ও তার সঙ্গীরা আমার মেয়েকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। বিষয়টি আমি জানার পর রিমন ও ইমনের পিতা ইদ্রিস মিয়াকে অবহিত করি,এ ঘটনার জের ধরে আমার মেয়ের কাছে থেকে খালি স্টাম্পে জোর করে সাক্ষর নেওয়া হয়৷ পরে যখন আমি আদালতে মামলা করি পূর্ব পরিকল্পিত ভাবে রিমন ও সঙ্গীরা আমার মেয়েকে অপহরন করে৷গত ৭ দিন যাবত থানার বারান্দায় ঘুরতেছি। গত ১৬ তারিখ মুরাদনগর ও দেবিদ্বার থানা এলাকা হতে রিমনের সঙ্গী দুইজন পুলিশ আটক করে, তবে আমার মেয়েকে উদ্ধার ছাড়াই অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে পুলিশ। আমার মেয়েকে আমি ফেরত চাই৷ এদিকে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, ভিক্টিমকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনায় রিমনের দুইজন সঙ্গীকে আটক করা হয়েছিল কিন্তু ভিক্টিমের পিতা দুইজন তার জিম্মায় নিয়ে যায়৷

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *