বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, মুফতি আমির হামজা ও জামায়াতে ইসলামী তাকে ‘ফজু পাগলা’ বলে সম্বোধন করছে। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তার স্ত্রী ও ছেলে এ সময় উপস্থিত ছিলেন। ফজলুর রহমান বলেন, “প্রথমে মুফতি আমির হামজা আমাকে ‘ফজু পাগলা’ বলেছে। জামায়াতে ইসলামীও এই নামে ডাকছে।” তিনি দেশবাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, “৫৪ বছর আগে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে কি না?” গত রোববার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর রাত থেকে তার বাসার সামনে সেগুনবাগিচায় বিক্ষোভ শুরু হয়। ফজলুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে মামলা করুন, শাস্তি দিন, কিন্তু মব জাস্টিসের নামে হত্যার চেষ্টা কেন? আমি মুক্তিযুদ্ধ ও দেশের মানুষকে ভালোবাসি। আমার বাঁচার অধিকার আছে।” তিনি জানান, বিএনপির শোকজ নোটিশের জবাব দেবেন এবং দলের সিদ্ধান্ত মেনে নেবেন। তবে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করবেন না বলে জানান। ফজলুর রহমান আরও বলেন, “বাসার সামনে মিছিলে ছোট ছোট ছেলেমেয়েরা ‘ফজু পাগলা’ স্লোগান দিচ্ছে। এরা আমার সন্তানের সমান। তাদের কাছে আমি পাগলা হতে পারি, কিন্তু হত্যার হুমকি কেন?” তিনি অভিযোগ করেন, দেশ-বিদেশের কিছু ইউটিউবার ও সাংবাদিক তাকে হত্যার জন্য উসকানি দিচ্ছে। তিনি জাতির কাছে প্রশ্ন রাখেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি কি একা চলতে পারব না? পুলিশ-আর্মির গার্ডে থাকা কি আমার জন্য সম্মানজনক?”