নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে ড্রেনের পানি নামানোকে কেন্দ্র করে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন। নিহতরা হলেন মনিরুল ইসলাম সোহাগ (৪৩) ও তার ছোট ভাই রানা (৩২)। তারা বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (সার্জেন্ট) আসাদুজ্জামানের ছেলে। ভুক্তভোগীদের মা শামীমা আক্তার বেবী (৫৭) বলেন, ‘আমাদের বাড়ির সামনে দিয়ে নতুন ড্রেনেজ নির্মাণের কাজ চলছে। এ নিয়ে কয়েক দিন আগে আমার ছেলেদের সঙ্গে তাদের চাচা মামুন মিয়ার বিরোধ হয়। এর জের ধরেই আজকে মামুন, তার স্ত্রী রিতা বেগম ও ছেলে দিদার-বিদ্যুৎ মিলে আমার দুই ছেলেকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’ শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, বাথরুমের পাইপের পানি ড্রেনে নামানো নিয়ে পারিবারিক বিরোধের জেরে মামুন মিয়া তার দুই ছেলে দিদার হোসেন (৩০) ও বিদ্যুৎ হোসেন (৩৫)-কে নিয়ে ভাতিজা সোহাগ ও রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে রানা ঘটনাস্থলেই নিহত হন এবং সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ওসি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত রানার মরদেহ ঘটনাস্থলে এবং সোহাগের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।