কুমিল্লার মুরাদনগরে দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (৪০) উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের সুরুজ মিয়া ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় চায়ের দোকান পরিচালনা করে আল আমিন। প্রতিদিনের মতো বাড়িতে যাওয়ার কথা থাকলেও, শনিবার দিবাগত রাতে বৃষ্টি থাকার কারণে আল আমিন দোকানেই ঘুমিয়ে পড়ে। রবিবার ভোর পাঁচটার দিকে সাপের কামড়ে ঘুম ভাঙ্গে আল আমিনের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করেন আল আমিন। এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক বলেন, নিহত আল-আমিনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়নি। অনেকেই বলে থাকে হাসপাতালে সাপে কামড়ের ভ্যাকসিন নেই। এটি ভুল তথ্য। বর্তমানে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।