Spread the love

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিএনপির নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয়তাবাদের আদর্শে প্রতিষ্ঠিত হয়ে সবসময় দেশ ও জনগণের পক্ষে কথা বলেছে।প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি বাংলাদেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে তারেক রহমান এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লন্ডন সফর শেষে বাংলাদেশে আগমন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন,“কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) একটি অবহেলিত জনপদ। বহু মানুষ ক্ষমতায় এলেও এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবখানে অব্যবস্থা ও অবহেলা বিরাজ করছে। আমি নির্বাচিত হলে এ এলাকার একাধিক কলেজকে সরকারি করব, ব্রাহ্মণপাড়ায় একটি ফায়ার সার্ভিস স্থাপন করব এবং সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তার জন্য একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করব। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সব সড়ক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন,”সীমান্তবর্তী এলাকায় মাদকের সহজলভ্যতার কারণে যুব সমাজ বিপথে যাচ্ছে। আমি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারলে মাদক নির্মূল করে তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও আদর্শ পথে ফিরিয়ে আনবো। এ জনপদকে উন্নত, শিক্ষিত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।” মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মতিন মোল্লা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, খোরশেদ আলম লাভলু, মোস্তফা কামাল, এমরান মাস্টার, আকরামুল ইসলাম, নাসির উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী,আবুল বাসার বিএনপির নেতা উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, মোঃ ফারুক আহাম্মদ, এরশাদুল ইসলাম এরশাদ, গাজী মোঃ ইসরাফিলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *