কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উত্তরপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দিলু মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ব্রাহ্মণপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় কেউ প্রথমে কাছে যেতে সাহস পাননি। এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল ও এসআই সৈকতসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ওসি মোঃ সাজেদুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
