Spread the love

সুন্দরবনে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামের এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। নিহত সুব্রত মণ্ডল খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছিলেন। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুব্রত মণ্ডল ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে অনুমতিপত্র সংগ্রহ করে অন্যান্য জেলেদের সঙ্গে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পার হওয়ার সময় হঠাৎ একটি বিশাল কুমির তাঁকে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্য জেলেরা প্রাণপণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে প্রথম সুব্রতর মরদেহ ভেসে ওঠে। পরে সাড়ে ৫টার দিকে আবারও দেখা যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে দিলে স্থানীয় জেলেরা মরদেহটি উদ্ধার করেন। সুব্রত মণ্ডল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী, অসুস্থ বাবা-মা ও তিন ভাইয়ের ভরসা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *