কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে স্কুলের ২ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবককে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ভরাসার ইঞ্জি. এরশাদ গার্লস হাই স্কুল মিলনায়তনে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষিকা ও স্থানীয় নারীরা চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন। চিকিৎসা প্রদান করেন ডা. কাজী ইসরাত জাহান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি), এফএসিএস (আমেরিকা), জেনারেল ও অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জি. এরশাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল, ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুম মেধা খানম, বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ ও সংগঠনের সদস্য আফতাফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক ছায়েম। আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ প্রায় ২ শতাধিক রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।
