কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. রাব্বি (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়ধুশিয়া সিমরা ব্রীজ এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মধ্যপাড়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতেন। স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, বড়ধুশিয়া এলাকা থেকে উপজেলা সদরের দিকে আসার পথে সিমরা ব্রীজ এলাকায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হন রাব্বি। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা জাহান বলেন, আহত অবস্থায় তাকে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন বলে ধারণা করছি। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
