Spread the love

দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আজ বুধবার থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে দুই লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। গতকাল মঙ্গলবার বাহিনীর মুখপাত্র উপপরিচালক মো. আশিকউজ্জামান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হবে। এর আগে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালনে সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবের ওপর গুরুত্বারোপ করেন। দুর্গাপূজার সময় পূর্ণ নিরাপত্তার জন্য পূজামণ্ডপগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যাতে ঝুঁকির ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া যায়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *