ঢাকসু নির্বাচন দেখে বিএনপির নেতাকর্মীদের দুর্বল হলে চলবে না। বাংলাদেশের ৮৫ ভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে। কসবা-আখাউড়া উপজেলা বিএনপির ঘাঁটি। সঠিক প্রার্থী দিলে এ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা ও কসবা-আখাউড়া আসনের (ব্রাহ্মণবাড়িয়া-৪) বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন হাজারী।বিএনপি ৪৭ তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাসির উদ্দিন হাজারীর সমর্থনে শনিবার বিকালে পৌরশহরের সড়ক বাজারে বর্ণাঢ্য র্যালী শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশ গঠনে অনেক পরিশ্রম করেছেন। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করার সময় দেশে অনেক অরাজকতা ছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না। জিয়াউর রহমান বাংলাদেশের একজন ফাউন্ডার। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বিএনপি নেতা হাজারী বলেন, ২০১৮ সালে তিনি কসবা-আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে এলাকায় আসতে দেয়নি। তাকে অনেক নির্যাতন করছেন। এবারও দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। এর আগে শনিবার বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চের সামনে পথসভা করা হয়। আনন্দ র্যালিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেয়। ব্যান্ড পার্টির তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে নেতাকর্মীরা।আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর আমিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
