Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর পশ্চিম ব্রাহ্মণপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ফুটবল খেলা অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত করিম ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উক্ত ভার্চুয়ালি উদ্বোধন খেলা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সভাপতি এবং কুমিল্লা-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোরশেদ আল মামুন লিটন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত করিম ভূঁইয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন মাস্টার। এসময় আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম, মোঃ আলী, গাজী মোঃ ইসরাফিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে সন্ধ্যায় টাটেরা বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত করিম ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *