কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. কবির হোসেন ওরফে রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ জানায়, রাত্রীকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কবির হোসেনের বাড়িতে মাদক মজুদ রয়েছে। পরে অফিসার ইনচার্জকে অবহিত করে উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালানোর চেষ্টা করলে তাঁকে ধরা হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতিতে তাঁর বসতঘরের সোফার নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো একটি বান্ডিলে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় এবং উদ্ধারকৃত মাদকসহ তাঁকে থানায় নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কবির হোসেন জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির জন্য ঘরে মজুদ করেছিলেন। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, কবিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।