কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।(১২ মে ২০২৪) রোববার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর নির্বাচন কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন। তিনি বলেন,প্রার্থীতা প্রত্যারের সময় প্রতিনিধিকে বলেন ‘আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর নির্বাচন হতে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি।তিনি আরো বলেন, ‘মাঠের অবস্থানে আমি নিশ্চিত উপজেলা চেয়ারম্যান পদে জয়যুক্ত হতাম, তবুও দল ও দেশের স্বার্থে আমার ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিলাম। আগামীতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই ও দোয়া কামনা করি।’ হাজী জসিম উদ্দিনের ব্রাহ্মণপাড়া সদর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং নাইঘর গ্রামের কৃতিসন্তান। তার প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা বিষয়টি নিশ্চিত করেন জেলা রির্টানিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
