Spread the love

কুমিল্লায় লরির ধাক্কায় এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে সদর দক্ষিণ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুল হাসান (৪৫) সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। তিনি কয়েকদিন আগে ওমান থেকে ছুটিতে দেশে এসেছেন। তার তিন সন্তান রয়েছে। এ দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনা রোধে নুরজাহানের সামনের ইউ টার্ন বন্ধ করে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউ টার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ ওই ইউ টার্নে লরিচাপায় একজনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত লরিটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।’ প্রসঙ্গত, গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড ইউ টার্নে লরিচাপায় চারজন নিহত হয়েছিল। পরদিন জেলা প্রশাসন ওই ইউ টার্ন সরিয়ে সদর দক্ষিণ উপজেলার সামনে ইউ টার্ন ব্যবহারের নির্দেশ দেন। এক সপ্তাহ পার না হতেই নতুন ইউ টার্নে এ দুর্ঘটনা ঘটল।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *