Spread the love

দিনমজুর কাজী ছাওধন মিয়ার ঘরে চলে এক ফ্যান ও এক বাতি। এতেই গত জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার টাকা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গ্রাহক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের দিনমজুর কাজী ছাওধন মিয়ার ঘরে এর আগেও প্রতি মাসে দুই-তিন শ টাকার বেশি বিদ্যুৎ বিল আসেনি। অথচ জুলাই মাসে এক লাখ ৬৭ হাজার টাকার বিদ্যুৎ বিল পেয়ে হতবাক দিনমজুর ছাওধন মিয়া। বিলে উল্লেখ আছে, তিনি ১০ হাজার ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেছেন। বিলম্ব ফি ধরা হয়েছে ৭ হাজার ৫৯৫ টাকা। অথচ জুন মাসে তার বিদ্যুৎ বিল ছিল মাত্র ১০৫ টাকা। কাজী ছাওধন মিয়া বলেন, ‘আমার ঘরে একটি ফ্যান আর একটি বাতি ছাড়া কিছুই নেই। আমি এই বিল দেখে হতভম্ব হয়ে গেছি।’ এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান জানান, বিল প্রস্তুতের সময় কম্পিউটার ব্যবহারে ভুলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে বিল প্রস্তুতকারীকে শোকজ করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *