Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে বডিফিটিং অবস্থায় গাঁজা পাচারের সময় বাবা-ছেলেকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাধবপুর ইউনিয়নের মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি দ্রুতগতির মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু পুলিশ উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ দৌড়ে গিয়ে তাদের আটক করে। পরে তল্লাশিতে একজনের শরীরে বডিফিটিং অবস্থায় ২ কেজি এবং হাতে থাকা ব্যাগ থেকে আরও ২ কেজি, সর্বমোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বাবা-ছেলে বলে স্বীকার করেন। তারা হলো— কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আলী হোসেন (৬২) এবং তার ছেলে মো. রোমান প্রকাশ রুমান আহাম্মেদ (২৭)। শনিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *