Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। সোমবার (১১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। অভিযানে মাদক কারবারির হেফাজত থেকে ৭৫ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১০ হাজার ৩৫৭ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. আনিসুর রহমান (২৭)। তিনি পাচড়া গ্রামের মো. আব্দুল রশিদের ছেলে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিসুর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *