Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৩৩ বছরের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। রোববার (১০ আগস্ট) দিনে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল আলম, কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে ইমামের হাতে ৫ লক্ষ ২৮ হাজার টাকা নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ফুলের মালা ও ফুলসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ৭০ বছর বয়সি ইমাম হাফেজ মাওলানা আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে টানা ৩৩ বছর মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন।

বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী বিদায় আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ শামসুল আলম বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, জীবনের নানা দিকনির্দেশনা দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা প্রদান করেছি। বিদায়ের মুহূর্তে আবেগমাখা কণ্ঠে ইমাম আবু নছর বলেন, জীবনের বড় একটি অংশ এখানে কেটেছে। আমি সারাজীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এ সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। স্থানীয়রা জানান, এর আগে কোনো ইমামকে এভাবে বিদায় দিতে দেখা যায়নি। ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা এই আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তার গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের শোভাযাত্রা, আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষ বিদায় জানিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ। এতে আরও উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সাদী, সাধারণ সম্পাদক মোঃ ফুল মিয়া সরকার, ইউপি সদস্য মিঠু মিয়া, মুস্তাফিজুর রহমান সিকদার, জামাল মাস্টার, ফখরুল সরকার, আমিনুল ইসলাম লিটন, মোসলেম সর্দার, সুজন সিকদার, মিয়া মোহাম্মদ রায়হান, এমদাদুল হক ইমন, টিটু মিয়া, মিয়া মোহাম্মদ টিটু, মিয়া মোহাম্মদ শাহজাহান, মিয়া মোহাম্মদ শাহাদাত, মিয়া মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *