আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আবারও লড়তে চান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ পান্না আক্তার।তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয় লাভ করে তার এলাকার উন্নয়ন কার্যক্রমে ব্যাপক ভূমিকা রাখেছে। বুড়িচং উপজেলায় সমাজ সেবক হিসেবে সুখ্যতি ছড়িয়ে পড়েছে বুড়িচং এর প্রতিটি গ্রামে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থেকে তিনি মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এলাকার গরিব মেহনতী মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন। যার নেতৃত্বে উপজেলার নারী সমাজ আজ জাগ্রত।২৯ শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় লাভের মধ্যে দিয়ে আবারো এলাকার উন্নয়ন সাধনের পাশাপাশি সরকারের মিশন- ভিশন বাস্তবায়নে তিনি দূর প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তাছাড়া তিনি তার নিজ এলাকা পাড়েরহাট ইউনিয়নে একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন এমন ধারনা সাধারণ ভোটারদের।তিনি বুড়িচং উপজেলা বাসীর কাছে উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ কে ত্বরান্বিত করতে আবারও তাকে ভোট প্রদান করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান করেন। তিনি বুড়িচং উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোহাম্মদ মাহবুবুর রহমানের স্ত্রী।
