কলম ধর জীবন গড়, মাদক ছাড়ো খেলা ধর- এ শ্লোাগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল যুব সমাজের উদ্যোগে এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে এলইডি কাপ তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব – ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন জসিম। এসময় প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন বলেছেন, আমাদের সমাজকে নতুন করে গড়ার জন্য, মাদকমুক্ত করার জন্য সকলের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। যে স্বৈরাচারকে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে রুখে দাঁড়িয়েছি, যার বিরুদ্ধে অনেক নেতাকর্মী গুম-খুন ও হত্যার শিকার হয়েছেন, তার পুনরাবৃত্তি যেন আর কখনও না হয় – সে লক্ষ্যেই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দল কাজ করছে।’ শুক্রবারে বিকেলে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের মাঠে এলইডি কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় তিনি আরও বলেছেন,
বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। যতই শক্তিশালী হোক, মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শুধু মাদক কারবারিকে দোষ দিলেই চলবে না, নিজের সন্তানদের প্রতিও নজর দিতে হবে। ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত প্রজন্ম গড়তে পারি।’যুবকদের উদ্দেশ্য বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে।
বিএনপি থেকে মনোনয়ন পেলে এবং ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হলে সমস্যার স্থায়ী সমাধানের অঙ্গীকার করে এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, এই এলাকার খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইনশাআল্লাহ।’ উক্ত খেলায় ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক সবুজ,বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন।সভাপতিত্ব করেন বাকশীমূল ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এসময় খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী কবির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল হোসেন,বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বাবুল,বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন , বাকশীমূল উচ্চ বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি ও ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলোজি অধ্যক্ষ আবু তাহের, বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুর রহমান শুভ,বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল ভুঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ,বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ,যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান,এসময় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি জাকির হোসেন,বাকশীমূল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন,সহ-সভাপতি সুমন মিয়া,দপ্তর সম্পদক সাংবাদিক মারুফ হোসেন।যুবদলের নেতা কাউছার,৭নং ওয়ার্ডের যুবদল নেতা তারেক ও কাউছার, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাছির,সাগর আহমেদ রাজ,আরাফাত রহমান কোকো বাকশীমূল ইউনিয়নের সভাপতি মো. হাসিব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। উক্ত ‘এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় হরিপুর উত্তর একাদশকে ১-০ গোলে পরাজিত করে হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়।