Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্কুলছাত্র আব্দুল্লাহ ইমন (১৪)। (৮ আগস্ট) শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয় মাঠে “এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলায় বন্ধুদের সঙ্গে খেলা দেখতে যান ইমন। খেলায় হরিপুর উত্তর একাদশকে ১-০ গোলে পরাজিত করে হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে পরাজিত দল হরিপুর উত্তর একাদশের খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল ইমন। পথে বাকশীমূল উত্তরপাড়া চৌমুহনী এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইমনসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন বুড়িচং সদর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের বাসিন্দা ও জেলা প্রশাসক কার্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মকর্তা (গাড়িচালক) সফিউল্লাহর ছেলে। তিনি হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা তালাশ বাংলাকে জানান, খেলাধুলার প্রতি ইমনের প্রবল আগ্রহ ছিল। বিশেষ করে ফুটবল খেলার খবর পেলেই তিনি ছুটে যেতেন মাঠে।এ ঘটনায় একই এলাকার যুবক শাহীন খান গুরুতর আহত হয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক তালাশ বাংলাকে বলেন, খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী পিকআপ খাদে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *