ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীদের উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীদের সংগঠন বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জামায়াতে ইসলামের এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম বলেন, গত ১৭ বছর আওয়ামী জাহেলিয়াতের মধ্যে ছিলাম। আওয়ামী দুঃশাসন আয়েমি জাহেলিয়াতকেও হার মানিয়েছে। আল্লাহ তাআ’লা মজলুমদের ডাক শুনেছেন, যার কারনে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের জালিমদের হাত থেকে মুক্তি দেয়। তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিলো আমাদের। এর জন্য প্রয়োজনীয় সংস্থারের দাবিও ছিলো। কিছু বিষয়ে সরকার ভূমিকা পালন করেছে। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবিকে সম্মান করে সংস্থারের পর একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা গতকাল জুলাই ঘোষণাপত্রে সংস্কার বিষয়ক কিছুই উল্লেখ করেননি। গত ১৬ বছরে গুম খুন, আয়নাঘরের বিষয়ে কিছুই উল্লেখ করেননি। রমজানের আগে নির্বাচন আমীরে জামায়াতের দাবী ছিলো। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় স্বাগত জানাই। কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা পরিলক্ষিত হচ্ছে না। সরকারকে আশ্বস্ত করতে হবে জনগণের প্রত্যাশা করেই ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করবে। অপর বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক ভাবছে। ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচন করে তারা ক্ষমতা দখল করতে চাচ্ছে। কথাগুলো বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, এদেশে আর কাউকে ফ্যাসিবাদী স্টাইলে দেশ পরিচালনা করতে দেয়া হবে না। কোন ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচনও করতে দেয়া হবে না। তিনি আরো বলেন, চারদিকে এবার আওয়াজ ওঠেছে, সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। তিনি জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের মানুষের আস্থা জামাতে ইসলামির উপর। তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে ভোট বিপ্লবের মাধ্যমে ইসলামি শক্তি সরকার গঠন করবে। সভাপতির বক্তব্যে জামায়ত মনোনীত এমপি প্রার্থী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড. মোবারক হোসাইন বলেন, বুড়িচং ব্রাহ্মণপাড়াকে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করবো। প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, শায়েখ জামাল উদ্দিন, মেজর (অব) মোস্তফা কামাল, অধ্যাপক হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা আমীর আব্দুল হাকিম, বুড়িচংয়ের সাবেক আমীর মফিজুল ইসলাম, মাওলানা আবুল হোসেন, অধ্যক্ষ আবু তাহের, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মুমিনুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম প্রমুখ।