Spread the love

সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় এর কথায় ‘ঘুম আসেনা’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন চ্যানেল আই সেরা কণ্ঠের জনপ্রিয় শিল্পী এইচ এম আলাউদ্দিন। তারা দু’জনেই কুমিল্লার কৃতিসন্তান। আক্কাস আল মাহমুদ হৃদয় বর্তমানে ‘তালাশ বাংলা’র সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি। অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী এইচ এম আলাউদ্দিন নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান ও স্টেজ মাতানোর পাশাপাশি গান লিখা ও সুর করা শুরু করেছেন। ‘ঘুম আসেনা’ গানে সুর তুলে নিজেই কণ্ঠ দিয়েছেন আলাউদ্দিন। জানা গেছে, গানটি একটি ভিন্নধর্মী ফোক গান। গানটির মিউজিক আয়োজন করেছেন উজায়েদ আহম্মেদ প্রতিক, আর মিক্স মাস্টার করছেন এন এস শিহান।

মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে ৬ আগস্ট বুধবার বিকাল ৪টায় এইচ এম আলাউদ্দিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, আলাউদ্দিনের গানের ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশ সিরিজের অনেক গানই দর্শকপ্রিয়তা পায়। তবে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে তার ‘কাষ্ট খরি বিনে’ ও ‘তুমি ছাড়া অন্য তুমি নাই’ গান দুটি। নতুন গান প্রসঙ্গে আলাউদ্দিন বলেন,আমার প্রিয় ভাই সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়ের কথায় ‘ঘুম আসেনা’ গানটি আমি প্রথমবার সুর তুলে নিজেই কণ্ঠ দিয়েছি। আশা করি, এটি সকল শ্রোতার হৃদয়ে স্থান পাবে। গীতিকার আক্কাস আল মাহমুদ হৃদয় বলেন,আমার লেখা চতুর্থ গান ‘ঘুম আসেনা’তে অত্যন্ত সুন্দরভাবে সুর তুলে কণ্ঠ দিয়েছেন আলাউদ্দিন ভাই। এটি একটি ফোক গান। আমি আশা করি, এই গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *