Spread the love

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী। রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামে যুবলীগ নেতা শেখ ফরিদ সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ও সংঘর্ষ চলছিল। এ ব্যাপারে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। তার জের ধরে আলাউদ্দিন মেম্বারের চাচাতো ভাই আবুল বাশারের নামাজে জানাজা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে এলে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশাযোগে আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে আলাউদ্দিন মেম্বারের ভাগিনা তারেক ও ডা. আনোয়ার সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আলাউদ্দিন মেম্বারকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. আনোয়ার ও তারেক জানান, আলাউদ্দিন মেম্বারের সঙ্গে পূর্ব শত্রুতা থাকায় ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদসহ মুখোশধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে, এ ঘটনার পর আলীয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ-হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন,‘একজনকে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *