Spread the love

বুড়িচংয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হল রুমে ক্রেষ্ট ও সনদ বিরতণ অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে ক্রেষ্ট ও সনদ বিতরণী অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার ডিসেমিনেশন অন নিউ কারিকুলাম স্কিমের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আল মামুন সরকার,সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান। বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান,শংকুচাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,ফকির বাজার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ,ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির বিদ্যূৎসাহী সদস্য অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল,কলেজ, মাদরাসা ও ভোকেশনাল স্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মাধ্যমিক স্কুলের ৯জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১১ জন, মাদরাসার ৭ জন ও ভোকেশনাল স্কুল থেকে ৪ জনসহ ৩১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠাণের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *