আসন্ন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খোকনের বাকশীমূল ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের এবং স্থানীয় জনসাধারণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রোববার বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নে কালিকাপুর বাজারের বন্ধু কমিনিউটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এড.রেজাউল করিম খোকন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রয়াত এমপি এড.আবুল হাসেম খানের কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি। আ’লীগের সহিদুল ইসলাম আখন্দের সভাপতিত্বে যৌথভাবে পরিচালনা করেন যুবলীগের নেতা গোলাম কিবরিয়া (মিষ্টি দোকানদার) ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, ডাক্তার আবু মুসা ভূঁইয়া,অধ্যাপক নূরুল ইসলাম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন,ষোলনল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক,সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন,যুবলীগের হিরো মিজান,এড.আব্দুল আলিম,এড.কামাল হোসেন,মিজানুর রহমান মুহুরী,ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম আখন্দ,যুবলীগের নেতা খোরশেদ আলম,আ’লীগের নেতা স্বপন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ সুমন,ছাত্রলীগের নেতা শামীম রহমান,জোবায়ের আহম্মেদ ও সুমন প্রমুখ। চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রেজাউল করিম বলেছেন,এবার উপজেলায় নির্বাচনের জনগণের রায়ের ফলাফল ছিনিয়ে নিতে দেওয়া হবে না। আমরা ছিনতাইকারীদের চিনি। এসব ছিনতাইকারীকে ফলাফল কারচুপি করার সুযোগ দিবে না বুড়িচং উপজেলার জনগণ। জনগণ যোগ্য প্রার্থীকে-ই ভোট দিয়ে বিজয়ী করবে। আমি শতভাগ আশাবাদী জনগণ আমাকেই নির্বাচিত করবে।আমি যদি নির্বাচিত হই জনগণের কাজে আমার কাজের জবাবদিহিতা করব।
