রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে উপজেলার রাজাপুর শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দিরে এই প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা। তত্ত্বাবধানে ছিলেন স্বদেশ চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন রনি গোপাল মিত্র, সঞ্জীব চন্দ্র মিত্র, সুনীল চন্দ্র মিত্র, নিখিল চন্দ্র কর্মকার, গৌতম চন্দ্র কর্মকার, দীপক চন্দ্র আইচ, কৃষ্ণ চন্দ্র মিত্র, প্রদীপ চন্দ্র আইচ, বিকাশ চন্দ্র মিত্র, সুব্রত চন্দ্র দে ও শান্ত চন্দ্র আইচ প্রমুখ।