কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসীম উদ্দিন বলেছেন, “নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপিকে নিয়ে ততোই ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আরেকটি আন্দোলনের জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন,“বিশেষ করে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে হঠাৎ করে নতুন কিছু নেতার আবির্ভাব ঘটেছে। অতীতে তাদেরকে মাঠে দেখা যায়নি। এখন তারা অতিথি পাখির মতো এলাকায় এসে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে সজাগ থাকতে হবে।” শুক্রবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ডিজিটাল প্রধান কার্যালয় উদ্বোধন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের অভ্যন্তরীণ ঐক্যের কথা তুলে ধরে হাজী জসিম বলেন,“মিজান চেয়ারম্যান আর আমি—আমাদের নিয়ে অনেক কথা হয়। কিন্তু আজ আমি ঘোষণা দিচ্ছি, বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মিজান-জসিম ভাই ভাই, তাদের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে সকল নেতাকর্মীকে নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামান। প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সদস্য সচিব কবির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেন, এবং সভাপতিত্ব করেন উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম খোকন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, শাহজাহান সাজু, রবিউল্লাহ রবি,আনিসুল হক ভুইয়া রিপন, সদস্য খাইরুল আলম মিঠু, এডভোকেট মনিরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট কামাল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত মনির, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার লিটন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া বাদল,শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম,সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নরুল হক নুরু, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান,সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু এডভোকেট আবদুল্লাহ আল মামুন, শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।