ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্সের জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ এবং ঘোষিত পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন, বিআরডিবির কর্মকর্তা ও মসজিদের সেক্রেটারি রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ, বুড়িচং গ্রাম প্রধান মোঃ ফরিদ উদ্দিন মেম্বার, প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক মোঃ ফয়েজ, সদস্য মোঃ তাজুল ইসলাম, মসজিদের মুয়াজ্জিন হাফেজ তাজুল ইসলাম, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদের অগণিত মুসল্লি। বিশেষ এই দোয়া মাহফিল পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আবু মুসা।