কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।(২০ জুলাই) রোববার সাড়ে ১০ টার দিকে থানার ওসি আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, শনিবার বিকেলে নিজ এলাকা ছয়গ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছয়গ্রাম সোনার বাংলা মডেল একাডেমীর প্রধান ছিলেন। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক তালাশ বাংলাকে জানায়,আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে এবং মামলার আসামি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।