মিরপুরের পল্লবীতে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে সিরামিক গলিতে ‘বিকল্প পরিবহন’ নামের বাসটিতে আগুন লাগে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এটা নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি পরিকল্পিত হয়ে থাকতে পারে। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।