Spread the love

কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়ি থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার ও আইফোন লুটের ঘটনায় চান্দিনা পৌরসভা শ্রমিক দলের নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী প্রবাসী মো. সোহেল সরকার জানান, গত ১১ জুলাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে তিনি শ্বশুরবাড়ি চান্দিনার ছায়কোট গ্রামে যান। রবিবার দুপুরে ৫-৬ জন লোক সিআইডি পরিচয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে। তিনি ঘর থেকে বের হওয়া মাত্রই তারা তাকে ধরে অবৈধ মাল রাখার অভিযোগ করে। এরপর তারা তার শ্বশুরের ঘর থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন ও একটি স্মার্টফোন লুট করে তাকে তুলে নিয়ে যায়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় এনে তার স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সোহেল সরকারের স্ত্রী বিষয়টি চান্দিনা সেনা ক্যাম্পে জানালে, সেনা সদস্য এবং পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয় এবং সোহেল মুন্সিসহ পাঁচজনকে আটক করা হয়। এই ঘটনায় সোহেল সরকার বাদী হয়ে চান্দিনা থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সিবাড়ি এলাকার মৃত আজিজ মুন্সির ছেলে সোহেল মুন্সি (৩৯), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালাপদিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ শেখ এর ছেলে সোহাগ আহমেদ (৩৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাড়িয়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৯), নরসিংদী জেলার রায়পুরা থানার বীর চরমধুয়া গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মো. হানিফ (২৭) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মো. ইসমাইল এর ছেলে মো. ফয়সাল (২৭)। পুলিশ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *