Spread the love

সব রাজনৈতিক দলের ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আসিফ মাহমুদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছিল এবং তারা নিজ নিজ মতামত জমা দিয়েছে। এখন সেই খসড়া প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। আমরা চাই আগামী ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করতে। তবে তার আগে দরকার সর্বদলীয় ঐকমত্য। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, এই ঘোষণাপত্র কেবল সরকারের একতরফা কোনো বক্তব্য নয়; বরং এটি হবে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক চিন্তার প্রতিফলন এমনটাই চায় সবাই। এর আগে বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস ১১ জুলাই’ উপলক্ষে স্মৃতিমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল। এই দিনেই (১১ জুলাই) আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী হাসিনা সরকার, যার সূচনা হয়েছিল কুবি থেকেই। তিনি আরও বলেন, বিকাল ৩টার দিকে শাহবাগে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি চলছিল। এরই মধ্যে খবর আসে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা হয়েছে। এ খবর সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ে; কিন্তু কেউ বিচলিত হয়নি, বরং মানুষ আরও ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে। এতে আন্দোলন আরও বেগবান হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু ব্লকেড কর্মসূচি সফল করেননি, রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ রেখেছিলেন। আপনাদের এ সাহসিকতা কোটা সংস্কার আন্দোলনের গতি বাড়িয়ে দিয়েছিল। আমরা বলতাম ‘বাধা দিলে বাধবে লড়াই’, আপনারাই তার বাস্তব উদাহরণ দিয়েছেন। এ প্রতিরোধই স্বৈরাচারী শাসনের পতনের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *