কুমিল্লার বুড়িচং উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা ডাকঘর সংলগ্ন এলাকায়।সংবাদ তালাশ বাংলা। নিহত প্রভা আক্তার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রকাশের পর জানা যায়, তিনি গণিত ও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
নিহত প্রভার নানা জাহাঙ্গীর আলম জানায়, এ খবর পেয়ে প্রভা মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিকেলে রান্নাঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রভা ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তাফার একমাত্র কন্যা। তার এক ভাই রয়েছে। এ মর্মান্তিক খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও এলাকাবাসীর ভিড়ে প্রভার বাড়িতে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক তালাশ বাংলাকে বলেন, “নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”