Spread the love

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতে মানব পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারীসহ একটি সিএনজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও দুই পাচারকারী পলাতক রয়েছে। (৮ জুলাই) মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। বিজিবি জানায়,রোববার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত পিলার ২০৭১/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার উসমান মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬),নেত্রকোনা জেলার পূর্বধলা বলিয়াকান্দা এলাকার রহম আলীর ছেলে সাইদুর হক (২৪),নেত্রকোনা জেলার রানি খং উপজেলার বিজয়পুর এলাকার হজরত আলী(২৮) এ সময় আটক হন মানবপাচারকারী পাচারকারী বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. বিল্লাল (৪৫),পাহাড়পুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে হাবিবুর রহমান (৩০)।তবে এসময় পাচারচক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক পাচারকারীরা হলেন বেলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মো. নাজমুল হোসেন (৩২),বেলবাড়ি এলাকার তারু মিয়ার ছেলে মো. আব্দুল আলিম (৪২)। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বিজিবি। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান তালাশ বাংলাকে জানায়,মানব পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *