আসন্ন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রেজাউল করিম খোকনকে সমর্থন দিলেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের সাত গ্রামবাসী। সমর্থিত গ্রাম গুলো হচ্ছে গাজীপুর,খাড়াতাইয়া, শিকারপুর, শিবরামপুর, মিথিলাপুর, বুড়বুড়িয়া, ও আগানগর। ( ২৪ এপ্রিল ২০২৪) বুধবার বিকেলে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুরে সাত গ্রামবাসীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম খোকন। এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোলেমান, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক মো. হাবিবুর রহমান, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক লিটন, মাওলানা অধ্যক্ষ মো. আবুল হোসাইন, ষোলনল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া, মো. মনির হোসেন মেম্বার, মো. আবুল কাশেম মেম্বার, মো. জামাল হোসেন মেম্বার, সুলতান আহমেদ মেম্বার, এড. ইকবাল হোসেন, আলী আশ্রাফ মাস্টার, আব্দুল লতিফ মাস্টার, আবু নাসের মোহাম্মদ আবজার, লেলিন পিপু, আবু হাসান, জুয়েল রানা, আবুল কাশেম, কনু মিয়া সর্দার, আব্দুল কুদ্দুস মেম্বার, নান্টু ঘোষ, সিরাজুল ইসলাম ঠিকাদার, এখলাসুর রহমান, আমানুল্লা ভূইয়া, শাহজাহান, ছাত্রলীগ নেতা আল আমীন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ইমন, আলী আশ্রাফ আশু প্রমুখ।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগ নেতা হিরো মিজান। এসময় সাত গ্রামের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে এডভোকেট রেজাউল করিম খোকনকে নির্বাচিত করতে হবে।তিনি তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী মুজিব সেনা হিসেবে পরিচিত। অনেকই নির্বাচনে প্রার্থী হবেন কিন্তু যোগ্য, সৎ ও ত্যাগী এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে এমন একজনকে নির্বাচন করতে হবে।তাই আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে অ্যাডভোকেট এডভোকেট রেজাউল করিম খোকনকে নির্বাচনে করার আহ্বান জানান। চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রেজাউল করিম খোকন বলেছেন;আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের অনুরোধে আমি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। বাদবাকি সৃষ্টি কর্তার রহমাত। এলাকার সন্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে হলে সন্মান স্বরূপ ভোট প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, আমি মানুষের কল্যানে সব সময় এগিয়ে আসবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। দলের পরিচয় বড় কথা নয় আমরা সকলেই বুড়িচং উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের লোকজন। আমরা সবাই ঐক্য থাকতে পছন্দ করে তাই আপনারা সবাই আজ ঐক্য হয়ে তা দৃষ্টান্ত স্বাক্ষর রেখেছেন।