Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আনছর আলী মেম্বার বাড়িতে বিষ প্রয়োগে ৫টি গরু মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। (৯ জুন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী কামাল হোসেন বলেন,সে সিদলাই গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।তিনি জানান,প্রতিদিনের মতো রোববার (৮ জুন) রাত ৯টার দিকে গোয়াল ঘরে গরুদের খাবার দিয়ে আসি। কিন্তু এক ঘণ্টা পর দেখি, গরুগুলো ছটফট করতে করতে একে একে মারা যাচ্ছে। দ্রুত এলাকার পশু চিকিৎসককে খবর দিলে তিনি এসে জানান, গরুগুলোকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। মৃত গরুগুলোর মধ্যে দুটি গাভী অন্তঃসত্ত্বা ছিল বলে জানান কামালের মা মোসাঃ হুসনেহেরা বেগম (৬০)। তিনি বলেন,আমরা কিস্তিতে টাকা তুলে গরুগুলো কিনেছিলাম। এখন সব শেষ। পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। এ ঘটনায় কামালের বোন নাজমা আক্তার (৩৫) জানান,আমাদের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল এই গাভীগুলো। এখন আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। আমরা জানি না কে বা কারা এ জঘন্য কাজ করেছে। কামালের আত্মীয় মোঃ আওয়াল সরকার বলেন,ঘটনার খবর পেয়ে আমরা ছুটে এসে দেখি, গরুগুলো ছটফট করতে করতে মারা যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। যারা এমন নৃশংস কাজ করেছে, তারা কোনোভাবেই মানুষ হতে পারে না।একসঙ্গে পাঁচটি গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে কামালের পরিবারসহ আশপাশের মানুষজন। এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *