কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাটারি চালিত অটো রিকশা ও সিএনজি চালিত অটো রিকশায় তল্লাশি চালিয়ে ৯৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো রিকশা ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। (২৭ মে ২০২৫) মঙ্গলবার রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক তালাশ বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান,থানার এসআই মো.মহিউদ্দিন নাছরুল্লাহ রুবেল ও এএসআই শাহপরাণ এর সঙ্গীয় ফোর্স মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ মে) দুপুরে বুড়িচং থানার একটি পুলিশ দল উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা এলাকায় সড়কের পাশে চেকপোস্ট বসায়। এ সময় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি সিএনজি চালিত অটো রিকশা আটক করে পুলিশ। পরে রিকশা দুটিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তবে সিএনজিতে থাকা আরও একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়ে অটো ও সিএনজির ভেতর থেকে ৯৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজা জব্দ করে। আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লা কোতোয়ালি থানার মহেশপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জুয়েল এবং একই থানার শিমড়া (বড়বাড়ি) গ্রামের পানু মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া। পলাতক ব্যক্তি হলেন মহেশপুর এলাকার হাসু মিয়ার ছেলে রহমত আলী। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অটো রিকশা ও সিএনজিও জব্দ করে থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *