শেরপুরের নালিতাবাড়ীতে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিবেশ উপদেষ্টার সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (২৬ মে) নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটনকেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিন দুপুরে দাওধারার কাটাবন এলাকায় এই ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। হামলায় আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম ও বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও ২ জন। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গারো পাহাড়ঘেরা বনভূমির ভেতর পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছিলেন স্থানীয়রা। বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে উপদেষ্টা রিজওয়ানা হাসান ওই এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না বলে জানান। এছাড়া, ওই এলাকায় হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। তার এই ঘোষণার পরই স্থানীয় লোকজনের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুপক্ষ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে শেরপুরে কর্মরত অন্তত ছয় সাংবাদিক আহত হয়েছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *