জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিতা মূলক বাংলাদেশ হিসেবে গড়ে তোলতে হবে আমাদের। যে বাংলাদেশে রাতে কোন নির্বাচন হবেনা, কোনো ডামি নির্বাচন হবে না। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ইউএনও-পুলিশ দিয়ে এদেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারায় পথসভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চায়। জনতা এখন ক্ষমতাবান হয়েছে। কথা বলতে মানুষের এখন আর ভয় লাগে না। আমরা আপনাদের সন্তানের মতো, আমরা যদি কোন ভুল করে থাকি আপনারা আমাদের সংশোধন করে দিবেন। এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলব; যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎসহ। কর্ণফুলীর মইজ্জ্যেরটে ও আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় পথসভা এবং দলীয় লিফলেট বিতরণ করেন তারা। রোববার দিনব্যাপী কর্ণফুলী ও আনোয়ারা ছাড়াও বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা করবে এনসিপি। এতে হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত আছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক প্রমুখ। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘জনগণের অধিকার সংরক্ষিত হবেনা এমন বাংলাদেশ অমরা চাইনা। আমরা চাই আমাদের পুলিশ জনগণের জন্য কাজ করবে, মন্ত্রণালয় সচিবালয় সরকারের সব প্রতিষ্ঠান জণগণের জন্য কাজ করবে।’

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *