ঢাকার সাভারে লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল আহাদ বলেন, রোববার রাত ১১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ডের সংবাদ আসে। এরপর তাৎক্ষণিকভাবে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।