কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পলাশ চন্দ্র সরকার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দুপুর তিনটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ চন্দ্র সরকার কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এএসআই রাজিবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে মোটরসাইকেলযোগে দেবপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ময়নামতি সাহেববাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে পলাশ সড়কে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এএসআই রাজিবুল।