বুড়িচংয়ে বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ সিএনজি জব্দ,আটক-১ আক্কাস আল মাহমুদ হৃদয়,বুড়িচং -ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি।। সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অভিযানে কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকা থেকে ৯ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের মাদকসহ একটি সিএনজি ও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। (১০ মে ২০২৫) শনিবার বিকেল ৩টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান জানায়,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার খারেরা বিওপি’র একটি টহল দল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সিএনজি-তে থাকা ৩০ (ত্রিশ) কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও যানবাহনের আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৫ হাজার টাকা।আটককৃত মাদক ব্যবসায়ী বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের মৃত. আব্দুল মজিদ মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (৪০)। বিজিবি আরো জানায়,আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্যাটালিয়ন সদরে জমা করে পরবর্তীতে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এই অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচার রোধে বিজিবির প্রতিশ্রুতির আরেকটি বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *