পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে যারা বাস করেন তারা কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যায়, ভারত-শাসিত কাশ্মীরের সুচেতগড় এবং জেওরা ফার্ম গ্রাম থেকে গাড়ি এবং অস্থায়ী ট্রেলারে করে পরিবারগুলোর বেরিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে। বিজ্ঞাপন পাঞ্জাবের কিছু গ্রামের মানুষ তাদের বাড়িঘর খালি করতে শুরু করেছেন। জিনিসপত্র ট্র্যাক্টর-ট্রলিতে ভরে সীমান্ত থেকে দূরের গ্রামে অথবা তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন তারা। সীমান্ত থেকে দূরে সরে যাওয়া বেশ কয়েকটি পরিবারের সাথে বিবিসি কথা বলেছে। সেই পরিবারগুলো জানিয়েছে যে তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছে। তারা জানান, প্রতিটি পরিবারের একজন বা দুজন সদস্য তাদের বাড়িঘর, সম্পত্তি ও জমি রক্ষার জন্য সেখানে থাকবেন। বিজ্ঞাপন ফিরোজপুর জেলার হুসেনিওয়ালা সীমান্তের কাছে প্রায় ১২ থেকে ১৪টি গ্রাম রয়েছে যা সরাসরি ভারত-পাকিস্তান সীমান্তের সাথে সংযুক্ত। ঝুগে হাজারা সিং গ্রামের জিৎ সিং বলেন, ‘এখানে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে যাচ্ছে।’

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *