কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর উত্তরপাড়ায় এক জোড়া কিশোর-কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতি চলাকালে পুলিশের হানায় সেই আয়োজন পণ্ড হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার (৫ মে ২০২৫) রাত সাড়ে ১০টায় আনন্দপুর উত্তরপাড়া আশ্রয়ণ সংলগ্ন সোহেল মিয়ার বাড়িতে। জানা যায়, মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র জিসান ও ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে উভয়ের পরিবার খোঁজাখুঁজি করে তাদের ধরে এনে রাতেই বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। বিয়ের প্রস্তুতিতে মাতব্বরদের নিয়ে বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মুহুরী, নজির ইসলাম, কাউছার হুজুর, রফিক মিয়া, শাহীনসহ কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। ঘটনার খবর পেয়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠের বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, কুমিল্লা প্রতিদিনের সম্পাদক শরিফুল ইসলাম সুমন এবং বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. সাফি যান। সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে দেখতে পান, সোহেল মিয়ার ঘরে বৈঠক চলছে এবং বাইরে ২০-৩০ জন যুবক জড়ো হয়ে আছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় যুবক সায়মন, মনির হোসেন, দিপু, কাউছারসহ কয়েকজন তাদের সঙ্গে অসদাচরণ করে এবং হামলার চেষ্টা চালায়। এ সময় কালিকাপুর বাজারের ব্যবসায়ী ও কোদালিয়া গ্রামের বাসিন্দা ইসমাঈল বাধা দিলে তার সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।

এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও,থানার ওসি আজিজুল হককে অবগত করলে। ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার এসআই শাহপরাণ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে মাতব্বর, প্রেমিক-প্রেমিকা ও যুবকরা পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকার বিনিময়ে এসব মাতব্বর নিয়মিত সালিশ করে থাকেন যা আইনবহির্ভূত। অভিযুক্ত যুবক সায়মন ও মনির হোসেন সীমান্ত এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গেও জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও অডিও সাংবাদিকদের কাছে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাতব্বর মিজানুর রহমান মুহুরী বলেন, “ছেলে-মেয়ের বিষয়টি মীমাংসার লক্ষ্যে বসেছিলাম। আমি পুলিশ আসার আগেই চলে এসেছি। এখনই বিয়ে হচ্ছে না, দুই বছর পরে হবে।” তবে দুই বছর পর বিয়ের বয়স হবে কিনা? প্রতিনিধির এমন প্রশ্নে তিনি ফোন কল কেটে দেন। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সুশীল সমাজের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *