পবিত্র মাহে রমজান মাসে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১৩ শিশু-কিশোর পেলেন বাইসাইকেল উপহার। বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে নূর ফাউন্ডেশন ও প্রবাসী যুব সমাজে  যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। গতকাল (২ মে) শুক্রবার পাঁচকিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৩ শিশু কিশোরসহ মোট ৪২ জনকে পুরস্কৃত হয়। ৬ থেকে ১৪ বছর বয়সি শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশ নেন। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে পড়ার টেবিল পেয়েছেন ১১ জন, ডিনারসেট ১২ জন, বাকিদের মাঝে পাঞ্জাবি ও আল কোরআন কপি বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে ময়নামতি দারুসসুন্নাত আলিম মাদ্রাসার শিক্ষক পাঁচকিত্তা জামে মসজিদের খতিব ও ইসলামি চিন্তাবিদ মাওলানা ফারুক আহমেদ বলেন, এমন উদ্যোগ যে কোনো সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা ইসলামের সঠিক বার্তা পাবে ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। শিশুরা উত্তম চরিত্র অর্জনে পরিবারের পাশাপাশি সামাজিকভাবে উৎসাহ-উদ্দীপনা পাবে। নূর ফাউন্ডেশনের তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান ভূঁইয়া বলেন, শিশুরা যেন ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যেই রমজান মাসে নূর ফাউন্ডেশনের উত্তম চরিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুর রশিদ, আব্দুল হক মেম্বার, আব্দুল মতিন, আব্দুর রব, নূর ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা সফিউল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়াসহ ফাউন্ডেশনের সকল সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *