বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেও না। দিনাজপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রুমিন ফারহানা এসব কথা বলেন। শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। রুমিন ফারহানা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়।’ তিনি বলেন, বিএনপি সবচেয়ে নির্যাতিত দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে, এর পরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং প্রশিক্ষক অধ্যাপক ডা. মওদুদ হোসেন পাভেল, অ্যাডভোকেট শারমিন ফারহানা পুতুলসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য দেন। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির বিভিন্ন উপজেলার থেকে নেতাকর্মী এবং ১১টি অঙ্গ ইউনিট থেকে নেতাকর্মীরা অংশ নেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *