শীঘ্রই আসতে চলেছে ফকির হযরত শাহ্’র কন্ঠে ‘বেশরম’ শিরোনামের বৈচিত্রময় একটি গান।
গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন এবং সুরও করেছেন তিনি। গীতিকার সুরকার হিসেবে ফকির হযরত শাহ্ জনপ্রিয় এবং আলোচিত হলেও কণ্ঠশিল্পী হিসেবে এবারই তিনি প্রথম গাইলেন মৌলিক কোনো গান। বেশরম শিরোনামের এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। গানটিতে লেখা-সুর,এবং কন্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। গাজীপুরের বিভিন্ন মনোরম স্থানে চিত্রায়িত গানটি এখন রিলিজ এর অপেক্ষায়। এর আগে ফকির হযরত শাহ্’র কথা সুরে গান গেয়েছেন দিলরুবা খান, ফকির শাহাবুদ্দিন, প্লাবন কোরেশি, কাজী শুভ, লায়লা, ইমন খান, কামরুজ্জামান রাব্বি, সুমন বাপ্পী, জাহাঙগীর সরকার, শামিম আশিক, ঈর্ষা পাপড়ি সহ আরও অনেক প্রবীণ এবং তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অনেক কণ্ঠশিল্পী।
গানটি প্রসঙ্গে ফকির হযরত শাহ্ বলেন এর আগে আমি বহু গান লিখেছি এবং সুর করেছি। সেই জায়গা থেকে নিজের কন্ঠে একটি গান থাকুক এমন চাওয়া অনেক আগে থেকেই ছিলো- এবার সেই চাওয়া পূর্ণ হলো।
মডার্ণ ফোক ঘরানার এই গানটিও আমার জীবনের ঘটে যাওয়া কিছু গল্প থেকেই লেখা হয়েছে। আমার কন্ঠে ‘বেশরম’ গানটি আশা করি গানপ্রিয় শ্রোতাদের কাছে খুবই ভালো লাগবে।